সেলিব্রেটিবিডি:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। অভিনয়ের পাশাপাশি একজন সুন্দর মনের মানুষ হিসেবেও তার পরিচিতি রয়েছে। সহকর্মীদের দুঃখ-বিপদে পাশে দাঁড়ানোর সুনাম রয়েছে তার। গত তিন বছর ধরে এফডিসিতে গরু কোরবানি দিয়ে গোশত বিলিয়ে দিয়েছেন দুঃস্থ শিল্পীদের। এসব কারণে চলচ্চিত্র পাড়ায় রয়েছে তার আলাদা গ্রহণযোগ্যতা।
সেই জনপ্রিয়তাকে পূঁজি করেই এবার নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করেছেন পরী। জানালেন, চলচ্চিত্র শিল্পী সমিতির পরবর্তী নির্বাচনে লড়াই করবেন তিনি।
পরীমনি বলেন, ‘আমাকে অনেকেই এ পরামর্শ দিচ্ছেন অনেকদিন ধরে আমি যেন নির্বাচন করি। এতদিন নিজেকে তৈরি করেছি। এখন আমি লড়াই করতে প্রস্তুত। চলচ্চিত্র শিল্পীদের স্বার্থে নিজেকে নিয়োজিত রাখতে চাই। শিল্পী সমিতি আমাদের প্রাণের সংগঠন। এখানে নির্বাচন করার মজাও আছে।’ তবে কোন পদে নির্বাচন করবেন সেটা প্রকাশ করেননি পরীমনি। কিছুটা রহস্য করে জানান, মাঠে যেহেতু নামব, বড় পদের জন্যই নামব।
পরীমনি অভিনীত সর্বশেষ ‘স্বপ্নজাল’ ছবিটি মুক্তি পায়। দেশ মাতিয়ে ছবিটি এখন ঘুরে বেড়াচ্ছে বিদেশের সিনেমা হলগুলোতে। সেখানে প্রবাসীদের কাছে বেশ ভালো সাড়া পাচ্ছে এটি। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই ছবিতে পরীর বিপরীতে ছিলেন নবাগত ইয়াশ।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post