সেলিব্রেটিবিডি:
পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। চলচ্চিত্রটি এখন মুক্তির জন্য প্রস্তুত। শিগগিরই আসবে রুপালি পর্দায়। আনুষ্ঠানিকভাবে ছবির পোস্টার প্রকাশ করা হবে আজ ছবিটির ফেসবুক পেজে।
টেলিছবি, নাটক আর বিজ্ঞাপন বানিয়ে নাম কুড়িয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। এবার নিজের প্রথম ছবি নিয়ে হাজির হবেন। ছবি মুক্তির আগে ছবির পোস্টার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। পোস্টারে থাকা চাই চলচ্চিত্রেরই ছায়া। এই ছবির পোস্টারের নেপথ্য গল্প কী? উজ্জ্বল বললেন, ‘ব্যাখ্যাতীত যেকোনো অনুভূতি মানুষকে সবচেয়ে তীব্রভাবে আকৃষ্ট করে, আবেগপ্রবণ ও স্মৃতিকাতর করে। আপনি চোখ বন্ধ করে একটা দম নিন এবং কোনো একটি অনুভূতিকে মনে করার চেষ্টা করুন। একমুহূর্তের জন্য সেই অনুভূতির যে ছবি আপনার মনে দৃশ্যমান হবে, সেটি ফ্রেমে বন্দী করলে ব্যাখ্যাতীত কিছু একটা দাঁড়াবে। তেমনই একটা অনুভূতির ছবি নিয়ে পোস্টারটি করা হয়েছে। এই ছবিটি কবিতার মতো। একেক রকম মানসিকতার দর্শক একেক রকম দৃষ্টিকোণ থেকে ছবিটির ব্যাখ্যা দাঁড় করাবেন-এমনটাই বিশ্বাস।’
পোস্টার ডিজাইন করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল নিজেই। এই ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শারলিন ফারজানা। রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ এবং নির্বাহী প্রযোজক সৈয়দা শাওন।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post