সেলিব্রেটিবিডি:
শাকিব খান ও নুসরাত ফারিয়া জুটির প্রথম ছবি ‘শাহেন শাহ’। গত ৫ সেপ্টেম্বর রাজধানীর পাঁচতারা হোটেলে আড়ম্ভরপূর্ণ আয়োজনে হয় ছবিটির মহরত। সেখানেই ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি ১১ সেপ্টেম্বর কক্সবাজারে শাহেন শাহ’র শুটিং শুরু হওয়ার কথা জানান। কিন্তু আজ শুরু হয়নি ছবিটির শুটিং। এ বিষয়ে পরিচালক রনি জানালেন প্রি-প্রডাকশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় আপাতত শাহেন শাহ’র শুরু হচ্ছে না।
পরিচালক বলেন, ‘শাহেন শাহ আমাদের অন্যতম একটি স্বপ্নের প্রজেক্ট। অনেক অ্যারেজমেন্ট নিয়ে ছবিটির শুটিং হবে। এখনও অনেক কাজ বাকী। তাই আজ থেকে শুটিং শুরু করা সম্ভব হলোনা। অন্যদিকে ছবির নায়ক শাকিব খানও বিশ্রামে আছেন। তবে সবকিছু ঠিক থাকলে ১৭ সেপ্টেম্বর থেকে কক্সবাজার ছবিটির শুটিং শুরু হবে।’
শাহেন শাহ ছবিতে নুসরাত ফারিয়া ছাড়া আরও একজন নায়িকা রয়েছেন। তিনি রোদেলা জান্নাত। এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হবে তার। ছবিটিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, এক সময়ের সাড়া জাগানো নায়ক উজ্জল ও তারিক আনাম খান।
সেলিব্রেটিবিডি/এসকে
Discussion about this post