হাসান রাশেদ:
মুক্তির তারিখ পিছিয়েছে সরকারী অনুদানে নির্মিত চলচ্চিত্র দেবী’র। মঙ্গলবার দুপরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা’র কর্ণধার ও অভিনেত্রী জয়া আহসা।
তিনি বলেন, কথা ছিল ‘দেবী’ আসছে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আমরা ‘দেবী’ টীম চলচ্চিত্রটি মুক্তির তারিখ পিছিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি। ‘দেবী’ এখন শুধু একটি চলচ্চিত্র নয়, ‘দেবী’ আমার কাছে একটি সম্পদ।
জয়া আহসান বলেন, হুমায়ূন আহমেদ এবং তার সৃষ্ট মিসির আলি, রানু, আনিস, নীলু, আহমেদ সাবেত চরিত্রগুলো বড় পর্দায় দেখবার জন্য আমি মুখিয়ে আছি। আমি নিশ্চিত আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের এই আগ্রহের প্রতি সম্মান রেখেই আরেকটি মাস আপনাদের কাছে চাইছি।
তিনি বলেন, দেবী যেহেতু সরকারী অনুদান পেয়েছে, অনুদান কমিটি ছবিটি দেখবেন। আমাদের সেন্সর বোর্ডের বিজ্ঞ জুরিবোর্ড দেখবেন। তাদের মতামত পাবার পরপরই আমরা ‘দেবী’ আপনাদের কাছে তুলে দিতে পারবো।
জয়া বলেন, সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে বড় পর্দায় দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘দেবী’। আশা করছি আপনারা শুরু থেকে যেভাবে আমাদের সাথে ছিলেন, শেষ পর্যন্ত আপনাদের পাশে পাবো।
উল্লেখ্য, খ্যাতনামা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বিখ্যাত মিসির আলি সিরিজের প্রথম উপন্যাস দেবী থেেেক চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। সরকারী অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।এতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রানুর স্বামী আনিস চরিত্রে অনিমেষ আইচ, নীল চরিত্রে শবনম ফারিয়া ও আহমেদ সাবের চরিত্রে ইরেশ যাকের অভিনয় করেছেন।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post