সেলিব্রেটিবিডি:
সোশ্যাল সাইটগুলোতে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন বিশেষ করে খেলা এবং বিনোদন জগতের তারকারা। রাজনীতিবিদদেরও অনেক ফ্যান-ফলোয়ার থাকে। কিন্তু এর মধ্যেই কিছু মানুষ আছেন যারা বাস্তব জীবনে তারকা হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় তারকা বনে যান। যেমন আলান্না পাণ্ডে।
২৩ বছর বয়সী এই উদ্দাম তরুণীর জন্ম ভারতের মুম্বাইয়ে। বাবা চিকি পাণ্ডে নামী ব্যবসায়ী। বলিউডের কমোডি অভিনেতা চাঙ্কি পাণ্ডে সম্পর্কে তার কাকা। অভিনয় বা মডেলিং জগতের সঙ্গে সম্পর্ক না থাকলেও, আলান্না পড়াশোনা করছেন ফ্যাশন ম্যানেজমেন্ট নিয়ে। ভালবাসেন ঘুরে বেড়াতে। সম্প্রতি মালতায় বেড়াতে গিয়ে প্রচুর ছবি পোস্ট করেছেন সোশ্যাল অ্যাকাউন্টে।
ফ্যাশন ডিজাইনার মণীষা জয়সিংহের ছেলে ইয়ুডির সঙ্গে সম্পর্কি রয়েছে আলান্নার। বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানার সঙ্গেও খুবই ভালো সম্পর্ক তার। চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে বলিউডে পা রাখবেন বলে জানা গেলেও, আলান্না সম্পর্কে তেমন কিছু এখনও শোনা যায়নি। কিন্তু শুধু ছবি পোস্ট করেই যেভাবে জনপ্রিয়তা পাচ্ছেন আলান্না, তাতে বলিউড পরিচালকদের নজরে পড়তে দেরি হবে বলে মনে হয় না।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post