সেলিব্রেটিবিডি:
ভারতের মুম্বাইয়ে ল্যাকমে ফ্যাশন উইন্টার ফেস্টিভের চতুর্থ দিন, অর্থাৎ গতকাল শনিবার শুরু থেকেই ছিল তারকাদের ঢল। এদিন প্রথম ফ্যাশন শোতেই সাক্ষা ও কিন্নির পোশাক পরে র্যাম্পে স্নিগ্ধতা ছড়িয়ে দেন বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। এই দুই তরুণী নকশাকার প্রদর্শন করেন দক্ষিণ গুজরাটের নকশা ও হাতের কারুকাজ।
আনুশ্রী রেড্ডির নকশা করা ফ্লোরেসিন সবুজ রঙের লেহেঙ্গা-চোলি পরে র্যাম্পে ঝড় তোলেন বলিউডের মালাইকা অরোরা। তবে এদিন সবাই অপেক্ষায় ছিলেন পায়েল সিংহলের শোয়ের জন্য। এর শো-স্টপার বলিউডের তারকা দম্পতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। মা হতে চলেছেন নেহা। তাই এই শো খুবই বিশেষ এই বলিউড দম্পতির জন্য। নেহার পরনে ছিল কার্পেট প্রিন্টের লেহেঙ্গা-চোলি।
আগের দিন যেন সাবেকি ও আধুনিক ফ্যাশনের মেলবন্ধনে ফ্যাশনের নতুন ধারার জন্ম নিয়েছিল। ভারতের শাহরানপুরের জামীর আহমেদ একসময় জনপ্রিয় ছিলেন ‘রফুগর’ এমব্রয়ডারির জন্য। বয়স আশি ছুঁইছুঁই এই শিল্পীর কথা প্রায় ভুলেই বসছিলেন সবাই। ল্যাকমের ফ্যাশনের মঞ্চে আবার ফিরে এল জামীরের সেই অসাধারণ রফুগর এমব্রয়ডারি। এ রকমই নানান হারিয়ে যাওয়া শিল্প আবার নতুন করে জন্ম নিল ল্যাকমে ফ্যাশনের মঞ্চে।
এই ধারাকে বহন করে নিয়ে গেছেন প্রখ্যাত নকশাকার নচিকেত। এদিনের অন্যতম সেরা আকর্ষণ ছিল নচিকেতের ফ্যাশন শো। কোচবিহারের মহারানি গায়েত্রী দেবীর পোশাক দ্বারা অনুপ্রাণিত তাঁর নকশা। শো আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরের উপস্থিতিতে। জাহ্নবীর পরনে ছিল উজ্জ্বল গোলাপি রঙের লেহেঙ্গা-চোলি।
এদিন নকশাকার অর্পিতা মেহেতার আয়োজনে ছিল পার্টি এবং উৎসবের পোশাক। তাঁর নকশা করা কালো রঙের গ্লিটার শাড়ির সঙ্গে ফিটেড চোলি পরে র্যাম্পে হাঁটেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। রাতে শেষ চমক দিয়েছিলেন নকশাকার অমিত আগরওয়াল। তাঁর নকশা করা পার্টি পোশাকে এই রাতকে আরও মায়াবী করে তোলেন বলিউড তারকা শহিদ কাপুর ও দিশা পাটানি। শহিদের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও পার্টি শার্ট। দিশা পরেছিলেন কালো রঙের ক্রপ পার্টি ফ্রক।
আজ ফ্যাশন উৎসবের শেষটা যে বলিউড তারকাদের উপস্থিতিতে আরও রঙিন হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post