জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘দিল্লির আশ্বাসে ফ্যাসিবাদী আওয়ামী শক্তি এখনো আস্ফালন করে। পুলিশ হত্যার বিচারের কথা বলে নিজেরাই পুলিশের ওপর হামলা করে। এই দেশ এখন শেখ হাসিনার নয়, এই দেশ এখন মুগ্ধ, ওয়াসিম, আবু সাঈদের। দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে ‘আবু সাঈদগঞ্জ’ বানাতে হবে।”
বুধবার (১৬ জুলাই) রংপুর পায়রা চত্বরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ১৬তম দিনে এ গণসংযোগ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে জাগপা নেতারা প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন
Discussion about this post