চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে মোংলা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের গার্ডব্রেক বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটেসরেজমিনে গিয়ে জানা যায়, মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজার অভিমুখী মালবাহী একটি ট্রেন শুক্রবার বিকেলে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। ট্রেনটি ক্রসিং শেষে লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় গার্ডব্রেকের একটি বগির পেছনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে লাইনচ্যুত গার্ডব্রেক বগিটি রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে ট্রেনটি সন্ধ্যা পৌনে ৬টার দিকে দর্শনা হল্ট স্টেশন অভিমুখে রওনা হয়েছে।
Discussion about this post