আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশেরই অল্প কিছুর লোকের বাজে কাজের জন্য বাকিরা সমস্যায় পড়ে। আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি। আমি শুনেছি ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে।
বুধবার (২ জুলাই) ঢাকায় মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।এ সময় আসিফ নজরুল বলেন, সৌদি আরবে একটা জায়গা আছে যেখানে বাঙালি মাস্তানরা টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে- এমন ঘটনা আছে। এগুলো কি মিথ্যা?
তিনি আরও বলেন, আমি তাদের জিজ্ঞেস করেছি- পুলিশকে বলেন না কেন। তারা বলেন, খবর দিলে সবাইকে পুলিশ বের করে দেবে। বাজে কাজ করে ১০ জন আর এজন্য সাফার করে ১০ হাজার জন, ১০ লাখ লোক।আসিফ নজরুল জানান, বাহরাইনে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে, কারণ সেখানে এক মালিককে মেরে ফেলা হয়েছে।
এ সময় তিনি এসব বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
Discussion about this post