মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বোমা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে। গত ১৮ মে মাগুরা সদর থানায় ফৌজদারি কার্যবিধি ও বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন মো. আবু তাহের নামে এক বিএনপি কর্মী। সোমবার (২৬ মে) এ বিষয়টি জানাজানি হয়।
ওই মামলায় মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুর রেজাসহ ৭৯ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি রয়েছেন প্রায় ২০০ শত জন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, মামলার আসামিরা পরস্পর সংঘবদ্ধ সন্ত্রাসী। তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ঘটনার দিন গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে হাতে বোমা, ছররাগান, পিস্তল, শটগান, বন্দুক, রামদা, ছ্যানদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, শাবল, কন্ট্রেল বোমা, প্লাষ্টিকের টব ভর্তি পেট্রল নিয়ে মাগুরা শহরের ইসলামপুর পাড়াস্থ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি অফিসের সামনে এসে হামলা চালায়মামলায় ১ নং আসামি সাকিবের বাবা খন্দকার মাসরুর রেজার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে বিএনপি কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।তিনি ছাড়াও এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাকিব হাসান তুহিন প্রমুখ।
অভিযোগে বলা হয়েছে, আসামিরা অফিস কক্ষের ভেতরে থাকা প্লাস্টিকের ৫০টি ও কাঠের ১০টি চেয়ার, ৩টি কাঠের টেবিল এবং স্টিলের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় কার্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত মাগুরা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রয়াত হাবিবুর রহমানের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই বাড়ির ছেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর। দলীয় কার্যালয় ও ওই বিএনপি নেতার বাড়ির ভাংচুর ও লুটপাটে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন বাদী।
Discussion about this post