সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য । যিনি আপন সহোদর ভাইকে নেয়ামত হিসেবে সৃষ্টি করেছেন । যার উপর শুকরিয়া করা উচিত । আপন ভাই এমন একটি দান, যার উপর আল্লাহর স্মরণ করা অপরিহার্য । আপন ভাই এমন একটি সার্টিফিকেট, যার উপর গৌরব করা যায় ।
আমি সাক্ষ্য দিচ্ছি যে মহানবী মুহাম্মদ সাঃ আল্লাহর বান্দা ও রসুল ।
ভাই হলো আত্মার অংশ । হৃদয়ের স্পন্দন । ছোট বেলার সাথী । খাবার প্লেটের সঙ্গী এবং উত্তম পরামর্শ দাতা ।
ভায়ের মর্যাদা ও গুরুত্ব শিখতে হবে নবীদের আঃ জীবন থেকে ।
সাইয়্যিদুনা মুসা আঃ আল্লাহর কাছে ভায়ের জন্য দোয়া করতে গিয়ে বললেন “ ইয়া আল্লাহ ! তাঁর ( ভাই হারুন আঃ ) দ্বারা আমার শক্তি বৃদ্ধি করুন । আমার কাজে তাঁকে এড করুন । “
জবাবে আল্লাহ বললেন “ হে মুসা ! অচিরেই আমি আপনার বাহু মজবুত করবো আপনার ভায়ের সাহায্যে ।”
সূরা আল ক্বসস ৩৫
বড় ভাই পিতার স্থলাভিষিক্ত । পিতার অবর্তমানে পরিবারের দায়িত্ব এসে পড়ে থাকে বড় সন্তানের কাঁধে । তাকেই সব সইতে হয় । সব দখল তাঁর উপর দিয়ে বয়ে যায় ।
মহানবী সাঃ বলেছেন “ মা বাবা ও বোনের পর বড় ভাই হলো মর্যাদার অধিকারী । অতঃপর নিকটতম আত্মীয় স্বজনেরা ।”
আল মুসতাদরাক ৭২৪৫
মহানবী সাঃ সাইয়্যিদুনা ওমর রাঃকে একটি চাদর উপঢৌকন দিলেন । ওমর রাঃ সেটা নিজের ভাইকে হাদিয়া দিয়ে দেন ।”
ছহীহ মুসলিম ২০৬৮
বড়দের মর্যাদা তুলে ধরতে গিয়ে প্রিয় রসুল সাঃ বলেছেন “ যে ব্যক্তি বড়দের সম্মান করেনা, সে আমার দলভুক্ত নয় ।”
মুসনাদে আহমাদ ৯৬৩৭
ইমাম আব্দুল্লাহ ইবনুল মোবারক রহঃকে প্রশ্ন করা হলো “ মানুষের প্রতি আল্লাহর সর্বোত্তম দান কি ?” জবাবে তিনি বললেন “ একজন আপন ভাই । যার সংগে বসে পরামর্শ করা যায় ।”
سير أعلام النبلاء ٣٧٦٧
জনৈক সাহাবীকে রাঃ নবীজী সাঃ বললেন “ তুমি কি জান্নাতে যেতে চাও ?” সাহাবী রাঃ বললেন “ অবশ্যই ।” নবীজী আঃ বললেন “ তা’হলে তোমার আপন সহোদর ভাই ও অন্যদের জন্য তাই পছন্দ করবে, যা’ তুমি নিজের জন্য পছন্দ করে থাকো ।”
মুসনাদে আহমদ ১৭১০৭
شرح البخاري للسفيري ٣٩٣/١
সুনানে নাসাঈ ৫০১৭
কবি বলেন “ ভুলের কারণে ভায়ের সাথে সম্পর্ক ছিন্ন করোনা । বরং ভুল ক্ষমা করে দেয়া সম্মানিত ব্যক্তিদের নিদর্শন ।”
الحلم لابن ابي الدنيا ٧٣
*** মহানবী সাঃ বলেছেন “ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবেনা ।”
ছহীহুল বোখারি
ছহীহ মুসলিম
বড় ভায়ের উপর অনেক দায়িত্ব । পরিবারের হাল ধরা । ছোটদের সংগে ভালো আচরণ করা । সৎ ও ন্যায়পরায়ণ হওয়া । স্বার্থপর না হওয়া । আল্লাহ ও তাঁর রসুল সাঃকে ভয় করা এবং তাঁদের অনুসরণ করা ।
আজকাল ভাইদের মধ্যে আন্তরিকতা ভালোবাসা হৃদ্যতা ইনসাফ যেনো এক বিরল বস্তু ! বড়দের প্রতি সম্মান করা হয়না ! আবার ছোটদের প্রতি স্নেহ করা হয়না ! কেউ কারো দায়িত্ব সঠিকভাবে পালন করেনা । ফলে পরিবারে অশান্তির আগুন জ্বলে !
আমাদেরকে পবিত্র কুরআন ও হাদিসের অনুসরণ করতে হবে । নবী রসুলদের আঃ আমল আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে । তবেই শান্তি ফিরে আসবে ।
ইয়া আল্লাহ ! আমাদের পরিবারে শান্তি বর্ষণ করুন । যার যার হক্ব আদায় করার তাওফিক দান করুন । আমাদের মধ্যে সঠিক বুঝ দান করুন ।
আমাদের মা বাবাদেরকে ক্ষমা করে দিন । তাঁদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন । আমিন ।
Discussion about this post