পল্টনে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন হিযবুত তাহরীর সদস্যদের অবৈধ মিছিল চেষ্টার সময় তাদের এক কর্মীকে পিটিয়ে ভাইরাল হয়েছেন এক রিকশাচালক। পরে তাকে আটক করা হলে ডিবি কার্যালয় থেকে ছাড়িয়ে নিয়ে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনটের দিকে ডিএমপির মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে তাকে নিজের গাড়িতে করে নিয়ে যান উপদেষ্টা।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষকালে ওই রিকশাচালককে সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে। পরবর্তীতে তাকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল।
নিষিদ্ধ হিজবুত তাহরীরের মিছিলকাণ্ডে যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তখন এই বিক্ষুব্ধ রিকশা চালকের সাহসী ভূমিকার প্রশংসা করেছেন নেটিজেনরা। ফলে তা দ্রুতই দৃষ্টিগোচর হয় উপদেষ্টা আসিফের।তবে ওই রিকশাচালকের পরিচয় নিশ্চিত করা যায়নি। রিকশাচালককে নিয়ে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি উপদেষ্টা আসিফ।একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, আজ হিজবুত নামেই আসল স’ন্ত্রাসীদের মিছিলে এই রিক্সাওয়ালা মামা যা করেছে তা পুলিশের করা উচিত ছিল! অথচ উনার হাতে হাতকড়া! সিরিয়াসলি? আপনারা তো একটা স’ন্ত্রাসীকেও ধরলেন না! মা’রার মতো মা’রলেন না!কিন্তু ঠিকই নিরপরাধ মানুষটাকে ধরলেন!অবশ্য আপনাদের দৌড় এখানেই!দালালি করতে করতে মরবেন আপনারা।রিকশা চালক মামাকে ছাড়িয়ে নিয়ে এসেছে আসিফ।
Discussion about this post