সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র-তে দেড় কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি। আজ সোমবার লটারি কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক ঘোষণায় জানায়, এই সপ্তাহের র্যাফেল বিগ টিকিটের ড্রতে বিজয়ী হয়েছেন মোজাম্মেল হক ভুঁইয়া ও আলমগীর হাফেজুর রহমান। এই দুই বাংলাদেশি প্রত্যেকে জিতে নিয়েছেন আড়াই লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি টাকারও বেশি।
স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৪৭ বছর বয়সী মোজাম্মেল হক ভুঁইয়া গত ১৩ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন। তিনি সেখানে একজন গাড়িচালক হিসেবে কর্মরত। সাত বছর আগে বন্ধুদের মুখে প্রথম লটারির কথা শুনেছিলেন তিনি। এরপর থেকে ২০ জন বন্ধুর একটি দল মিলে প্রতি মাসে লটারির টিকিট কিনতেন।
পুরস্কার জেতার অনুভূতি জানাতে গিয়ে মোজাম্মেল বলেন, আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। এটা অবিশ্বাস্য আনন্দের মুহূর্ত। এখনও ভাবিনি এই টাকা দিয়ে কি করব, তবে বন্ধুদের সাথে ভাগ করে নেব, এটা নিশ্চিত।
এদিকে ৪২ বছর বয়সী আলমগীর হাফেজুর রহমান দীর্ঘ ১৫ বছর ধরে দুবাইয়ে নিরাপত্তা প্রহরীর কাজ করছেন। তিনিও ১০ জন বন্ধুর সাথে মিলে লটারির টিকিট কিনতেন। বিজয়ীর ফোন কল পাওয়ার মুহূর্তটি স্মরণ করে আলমগীর বলেন, ওই সময় আমি আনন্দে দিশেহারা হয়ে গিয়েছিলাম। এই অর্থ আমার বন্ধুদের সাথে ভাগ করে নেব। এই পুরস্কার দিয়ে আমি দেশে আমার ঋণ পরিশোধ করব এবং পরিবারের জন্য কিছু টাকা পাঠাব। আমাদের স্বপ্ন আরও বড় পুরস্কার জেতা, তাই টিকেট কেনা আমরা অব্যাহত রাখব।
Discussion about this post