সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডেলিভারি রাইডারদের জন্য ৪০টি শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার চালু হয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) জানায়, এই উদ্যোগটি মূলত রাইডারদের জীবনযাত্রার মান উন্নত করা ও নতুন অর্ডারের জন্য অপেক্ষা করার সময় তাদের প্রয়োজনীয় পরিষেবা এবং আরাম প্রদানের প্রচেষ্টার অংশ।
আরটিএ-এর নির্বাহী পরিচালক বোর্ডের চেয়ারম্যান ও মহাপরিচালক মাত্তার আল তাইয়ের বলেন, এই বিশ্রামাগারগুলো ডেলিভারি রাইডারদের জন্য একটি নিরাপদ এবং আরামদায়ক পরিবেশ করবে।
তিনি আরও বলেন, প্রতিটি বিশ্রামাগারে ১০ জন আরোহীর জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত বসার জায়গা রয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের জন্য নির্ধারিত পার্কিং স্পেস রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, গত বছরের জুন পর্যন্ত দুবাইয়ে মোটরসাইকেলের মাধ্যমে ডেলিভারি পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৫৩৫টি। এসব কোম্পানির আওতাধীন রয়েছে ৪৬ হাজারের বেশি মোটরসাইকেল।
Discussion about this post