
সৌদি আরবে আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হতে পারে। এ তথ্য জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম মিনিটমিররের খবরে বলা হয়, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। ওই দিন চাঁদ দেখা গেলে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।
শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, এ বছরের রমজান মাসটি ২৯ দিনের হতে পারে। এই হিসেবে রমজানের শেষ দিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হতে পারে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সৌদির সুপ্রিম কোর্ট।
রয়্যাল কোর্টের এই সদস্য জানান, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে।
Discussion about this post