লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের মরুভূমিতে দু’টি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির কর্তৃপক্ষ। গণকবর দু’টি থেকে প্রায় ৫০ অভিবাসী ও শরণার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার নিরাপত্তা অধিদফতর এক বিবৃতিতে জানায়, শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলের কুফরা শহরের একটি খামারে পাওয়া গণকবর থেকে ১৯টি লাশ উদ্ধার করা হয়। পরে লাশগুলো ময়নাতদন্তের জন্য নেয়া হয়।
কুফরার নিরাপত্তা চেম্বারের প্রধান মোহাম্মদ আল-ফাদিল বলেন, কর্তৃপক্ষ একটি অভিবাসী আটক কেন্দ্রে অভিযান চালানোর পর শহরে কমপক্ষে ৩০টি লাশসহ আরো একটি গণকবর পাওয়া গেছে।
তিনি আরো বলেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী, প্রায় ৭০ জনকে ওই স্থানে সমাহিত করা হয়। কর্তৃপক্ষ এখনো এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্ট লিবিয়ায় এর আগেও গণকবর আবিষ্কৃত হয়েছে। গত বছর কর্তৃপক্ষ লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণে শুয়ারিফ অঞ্চলে কমপক্ষে ৬৫ জন অভিবাসীর লাশ উদ্ধার করে।
এক দশকেরও বেশি সময় ধরে অস্থিতিশীল থাকা দেশটিতে মানব পাচারকারীরা অভিবাসী এবং শরণার্থীদের চাদ, নাইজার, সুদান, মিশর, আলজেরিয়া এবং তিউনিসিয়াসহ ছয়টি দেশের সীমান্ত পেরিয়ে পাচার করছে।
মানবাধিকার গোষ্ঠী ও জাতিসঙ্ঘের সংস্থাগুলো বছরের পর বছর ধরে লিবিয়ায় আশ্রয়প্রার্থীদের ওপর জোরপূর্বক শ্রম, মারধর, ধর্ষণ এবং অত্যাচারের মতো পদ্ধতিগত নির্যাতন নথিভুক্ত করেছে।
সূত্র : আল জাজিরা
Discussion about this post