কুয়েতের ট্রাফিক আইনের সাম্প্রতিক সংশোধনী সম্পর্কে জনগণকে অবহিত করতে দেশটিতে বাংলাসহ ছয়টি ভাষায় সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে। এর সার্বিক দায়িত্বে রয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিপার্টমেন্ট অব পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া বিভাগ।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতের প্রতিবেদনে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
প্রচার অভিযানে ব্যবহার করা ছয়টি ভাষা হলো- ইংরেজি, ফার্সি, হিন্দি, বাংলা, পাকিস্তানি এবং ফিলিপিনো।
কুয়েত সরকার জানায়, এই উদ্যোগের লক্ষ্য হলো আইনের সংশোধিত বিধানগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করে একটি নিরাপদ ড্রাইভিং পরিবেশ গড়ে তোলা। বিভিন্ন বাসিন্দার কাছে পৌঁছানোর জন্য কুয়েতের গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অডিও ও ভিজ্যুয়াল ফরম্যাটে বার্তাগুলো প্রচার করা হবে। এছাড়া নাগরিক এবং বাসিন্দারা মন্ত্রণালয় থেকে দেওয়া একটি কিউআর কোড স্ক্যান করে তাদের পছন্দের ভাষায় তথ্য পেতে পারবেন।
Discussion about this post