সৌদি আরবের মক্কায় পৌঁছানোর পর ওমরাহ যাত্রীদের লাইসেন্সপ্রাপ্ত যান ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কর্তৃপক্ষ জানায়, ওমরাহযাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঝুঁকি এড়াতে তাদের লাইসেন্সপ্রাপ্ত পরিবহনে চড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, বৈধতার স্পষ্ট চিহ্ন বহন করে এমন যানবাহন ওমরাহ যাত্রীদের ব্যবহার করতে হবে। তাদের স্মার্ট অ্যাপ থেকে ট্যাক্সি ডাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এরমাধ্যমে ওমরাহ যাত্রীরা মানসম্পন্ন পরিষেবা পাবেন এবং চালকের রেটিংও দেখতে পাবেন।
এছাড়াও কর্তৃপক্ষ ওমরাহ যাত্রীদের নিরাপত্তার জন্য নগদ অর্থের পরিবর্তে ইলেক্ট্রনিক পেমেন্ট পদ্ধতি ব্যবহার করার গুরুত্বের ওপরও জোর দিয়েছে।
Discussion about this post