সৌদি আরবে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছিল ১৯৯২ সালের শীতকালে। ওইবছর জানুয়ারি মাসে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর হাইলে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিলঅত্যন্ত বিরল। পুরো সপ্তাহে তাপমাত্রা মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছিল।
গত ডিসেম্বরের ২০ তারিখের পর থেকে এখন পর্যন্ত দেশটির আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে ৩৩ বছর আগের সেই রেকর্ড ভেঙেযাওয়ার পরিস্থিতি দেখা দিয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম) এরবরাত জানা যায়, সামনের দিনগুলোতে দেশটির তাবুক, আল জৌফসহ পুরো উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে তুষারপাত ঘটবে। এর বাইরে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনাসহ দেশটির অধিকাংশ এলাকায় তীব্র শৈত্যপ্রবাহের পাশাপাশি ভারী এবং মাঝারি মাত্রারবৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও আসির, জাজান, আল বাহা, মক্কা, রিয়াদ, পূর্বাঞলীয় প্রদেশে ভারী ও মাঝারি বর্ষণের পাশাপাশি ঘণ কুয়াশা ও তুষারপাতঘটতে পারে বরেও উল্লেখ করা হয়েছে।
আরও অন্তত এক সপ্তাহ আবহাওয়ার এই পরিস্থিতি থাকবে। যদি এই অবস্থা দীর্ঘায়িত হয় তাহলে সম্ভবত ২০২৫ সালে সম্ভবত সর্বনিম্নতাপমাত্রার নতুন রেকর্ড দেখতে হতে পারে ।
বিশেষ করে হাল এবং আল কুরায়াতে বরাবরই বেশি ঠান্ডা পড়ে। যদি সর্বনিম্ম তাপমাত্রার রেকর্ড হয়, তাহলে এ দু’টি স্থানের কোনো একটিতে বা দু’টিতেই এমন ঘটার সম্ভাবনা বলে জানানো হয়।
Discussion about this post