চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাকচাপায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত প্রবাসীর নাম বেলাল হোসেন। তিনি উপজেলার রাগৈ গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে দোয়াভাংগা-পানিওয়ালা সড়কের লোটরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দ্রুতগতিতে আসা বালুভর্তি ট্রাকচাপায় ঘটনাস্থলেই বেলাল হোসেন প্রাণ হারান। এলাকাবাসী ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ইউএনবিকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটি আটক হলেও এর চালক পালিয়ে যায়।
Discussion about this post