সেলিব্রেটিবিডি:
এবারের ঈদে খুব বেছে বেছে বিশেষ বিশেষ নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। যে কারণে গত বছরের তুলনায় এবার ভালো ভালো গল্পের নাটকে তাকে দেখা যাবে। এমনটাই জানালেন এই অভিনেতা।
তেমনি একটি ভালো গল্পের নাটক ‘বাপ বেটার বিয়ে’। এটি পরিচালনাও করেছেন মীর সাব্বির নিজেই। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন অহনা, সাঈদ বাবু প্রমুখ। গাজী টিভিতে নাটকটি প্রচার হবে আগামীকাল ঈদের দিন রাত ১১টায়।
মীর সাব্বির জানান, ‘প্রতি ঈদেই ব্যতিক্রমী কিছু কাজ উপহার দেয়ার চেষ্টা করি। এবারেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। ‘বাপ বেটার বিয়ে’ মূলত একটি আঞ্চলিক ভাষার নাটক। হাসি আছে, কান্না আছে। জীবনের নানা বোধও এখানে তুলে ধরা হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের কাছে দারুণ উপভোগ্য হবে।’
সেলিব্রেটিবিডি /এনজেটি
Discussion about this post