সেলিব্রেটিবিডি:
অবশেষে জামিন পেলেন অভিনেত্রী নওশাবা। খবরটি নিশ্চিত করেছেন তার আইনজীবী ইমরুল কাওসার। তিনি বলেন, সিএমএম আদালতে নওশাবার জামিন মঞ্জুর হয়েছে। এখন জামিন আদেশটি কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি, নওশাবা শীঘ্র ছাড়া পাবেন।
মামলা সূত্রে জানা গেছে, নিরাপদ সড়কের দাবিতে গত ৪ অাগস্ট দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ের কর্মীদের সংঘর্ষ বাঁধার পর জিগাতলা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।
সংঘর্ষে শিক্ষার্থীদের মৃত্যুর ‘গুজব’ ছড়িয়ে পড়লে অভিনেত্রী নওশাবা বিকাল ৪টার দিকে ফেসবুক লাইভে জিগাতলায় হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার খবর জানান। এ ঘটনায় ওই দিনই রাজধানীর উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post