অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে সৌদি আরব। দেশটিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিচালিত যৌথ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে গত সপ্তাহে সৌদি আরবজুড়ে মোট ২১ হাজার ৪৮৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ( ২০ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ৫৬২ জনের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন, চার হাজার ৮৫৩ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং তিন হাজার ৭০ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে এক হাজার ৫৬৮ জন ব্যক্তি অবৈধভাবে দেশটিতে প্রবেশের সময় ধরা পড়েছেন। তাদের মধ্যে মধ্যে ৪৭ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৫০ শতাংশ ইথিওপিয়ার নাগরিক এবং ৩ শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক বলে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়াও, অবৈধভাবে দেশ ত্যাগ করার চেষ্টা করার জন্য ৬৪ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধ কার্যকলাপে সহায়তা করার অভিযোগে প্রায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে পরিবহন, আশ্রয় এবং আইন লঙ্ঘনকারীদের নিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। ইতোমধ্যে ৩৩ হাজার সাতজনের বিরুদ্ধে বর্তমানে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে আইনি প্রক্রিয়াধীন রয়েছেন। তাদের মধ্যে ৩০, হাজার ৩৩৫ জন পুরুষ এবং দুহাজার ৬৭২ জন মহিলা রয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ হাজার ১৬৪ জন আইন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথিপত্র পেতে তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া দুহাজার ৮৬৪ জনকে ভ্রমণ সংরক্ষণের জন্য প্রক্রিয়া করা হয়েছে এবং ১১ হাজার ৯৫৫ জনকে ফেরত পাঠানো হয়েছে। সৌদি আরবের আইন অনুযায়ী, যাদের অবৈধভাবে প্রবেশ করতে সাহায্য করা হয়, তাদের জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সরকার এসব আইন মেনে চলতে সবাইকে সতর্ক করেছে এবং অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছেন এবং সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদি আরবে কর্মরত। দেশটির স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবেই আইনভঙ্গকারী এবং অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রচার করছে, যা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা এবং সরকারের কঠোর অবস্থানকে প্রতিফলিত করে।
তাছাড়া, সৌদি কর্তৃপক্ষ আইন ভঙ্গকারীদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সরকারি হেল্পলাইন চালু করেছে। মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে কল করে এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দারা ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করে তথ্য দিতে পারেন।
Discussion about this post