জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) নানা অসংগতি আর অনিয়ম নিয়ে প্রতিবেদনের প্রকাশের প্রায় এক মাসেরও বেশি সময় পরে অবশেষে সরিয়ে দেওয়া হলো বিএমইটির বহির্গমন শাখার পরিচালক মামুন সরদারকে। গত ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক চিঠিতে মামুন সরদারকে বদলি করা হয়।
নতুন করে তাকে ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন’ শীর্ষক একটি প্রকল্পের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। চিঠিতে তাকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
Discussion about this post