চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে চলছে মাসব্যাপী ফুল উৎসব। ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ছুটির দিন না হলেও দুপুরের পর থেকে দলে দলে দর্শনার্থীরা ডিসি পার্কে প্রবেশ করতে থাকেন। বিকেল হতেই পার্কের ভেতরে পা ফেলার জায়গা ছিল না।
অনেকে ঘুরে ঘুরে ফুল দেখছেন আর ছবি তুলছেন। যারা ফুল দেখতে দেখতে ক্লান্ত, তারা উপভোগ করছেন শিল্পীদের নাচ–গান। পার্কের ভেতরে অস্থায়ী খাবারের দোকান, শিশুদের বিনোদনের জায়গাগুলোতেও ভিড় ছিল।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ছিল ফুল উৎসবের ১২তম দিন। আগের দিন বুধবার এক দিনেই ১৭ হাজার দর্শনার্থী টিকিট কেটে পার্কে প্রবেশ করেছেন। বুধবার পর্যন্ত ১১ দিনে অনলাইনে টিকিট কেটে পার্কে প্রবেশ করেছেন ১ লাখ ৮৫ হাজার ৮৩৮ জন দর্শনার্থী। এ ছাড়া সার্ভারের ত্রুটির কারণে সরাসরি টিকিট কেটে প্রবেশ করেছেন আরও অন্তত ১ হাজার মানুষ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, গড়ে প্রতিদিন ১৮ হাজার দর্শনার্থী ডিসি পার্কে প্রবেশ করছেন। গত শুক্রবারে দর্শনার্থীদের এত চাপ ছিল যে শেষ পর্যন্ত টিকিট কাটা বন্ধ করে দিয়ে প্রবেশ উন্মুক্ত করে দিতে হয়েছে।
Discussion about this post