নকল সোনার বার দিয়ে প্রতারণা করার অভিযোগে সৌদি আরবের মক্কায় ১০ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তার প্রবাসীরা সবাই পাকিস্তানের নাগরিক। তারা আসল সোনার বার দিয়ে প্রথমে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করত। পরে তাদের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নকল সোনার বার বিক্রি করত।
এ প্রতারক চক্র ৩১টি প্রতারণার ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রতারণার মাধ্যমে তারা প্রায় ৩০ লাখ রিয়াল ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০টি আসল সোনার বারও জব্দ করেছে মক্কা পুলিশ। বাহিনীটি জানায়, এই চক্রের কর্মকাণ্ড নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।
Discussion about this post