কুয়েতে নির্ধারিত সময়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া প্রবাসীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। গত ১ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া প্রবাসীদের কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি তারা কুয়েত থেকে অন্য কোনো দেশেও যেতে পারবে না। সেইসঙ্গে তাদের ব্যাংকিং লেনদেনও বন্ধ থাকবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া পর্যন্ত এসব নিষেধাজ্ঞা জারি থাকবে।
কুয়েত সরকার জানায়, এখনও ২ লাখ ৪৪ হাজার প্রবাসী বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রমে অংশ নেননি। এছাড়া ১৬ হাজার কুয়েতি ও ৯০ হাজার বেদুইনও এ কার্যক্রমে অংশ নেননি।
কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে ২০২৩ সালে স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। স্থানীয় নাগরিকদের জন্য গত বছরের ৩০ সেপ্টেম্বর এবং বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রমের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
Discussion about this post