বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া আরও ৭৫ প্রবাসীকে শুক্রবার (২৯ নভেম্বর) ক্ষমা ঘোষণা করেছে আমিরাত সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে মুক্তি দিল দেশটি। এদিকে ক্ষমা পাওয়াদের মধ্যে ২৪ জন আজ সন্ধ্যায় দেশে ফিরছেন।
সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের প্রেস উইং আরিফ রহমান এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, সোমবার আমিরাতের স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিট) আবুধাবি থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে রওনা হবেন প্রবাসীরা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
দেশে ফিরছেন যে ২৪ জন– মুহাম্মদ সজিব-কুমিল্লা, আলি আহমদ-নোয়াখালী, শাহাবুদ্দিন-কুমিল্লা, মুহাম্মদ ছগির আহমেদ তালুকদার-হবিগঞ্জ, লোকমান হোসেন-নোয়াখালী, মুহাম্মদ নুর হোসেন খোকন-চট্টগ্রাম, রাকিবুল ইসলাম-মানিকগঞ্জ, আহসান হাজারি-কুমিল্লা, মুহাম্মদ দুলাল মিয়া ওয়াসিম-কুমিল্লা, নাজির হোসেন-কুমিল্লা, মুহাম্মদ সাইফুল ইসলাম-শরিয়তপুর, মুহাম্মদ মফিজ আহমদ-কুমিল্লা, মুহাম্মদ সাখাওয়াত হোসেন-ফেনী, মুহাম্মদ আবু ইয়াছিন তুহা-চট্টগ্রাম, শিপন আহমেদ-মৌলভীবাজার, তোফাজ্জল হোসেন-হবিগঞ্জ, মুহাম্মদ ইয়াছিন আনোয়ার-নোয়াখালী, আনোয়ার-কুমিল্লা, মুহাম্মদ আল আমিন-ময়মনসিংহ, মাইদুল ইসলাম-সিলেট, সাহিদ মিয়া-টাঙ্গাইল, মুহাম্মদ সাজিদুল রহমান-মৌলভীবাজার, হৃদয় হাসান-শরীয়তপুর ও মুহাম্মদ নাবিদুল ইসলাম-ফটিকছড়ি।
Discussion about this post