ময়মনসিংহের একটি মন্দির থেকে শিবলিঙ্গ চুরি হয়েছে। এ ঘটনায় শিবলিঙ্গসহ এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সকালে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
এর আগে রোববার (১৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে থানাঘাট শ্রী শ্রী শিব মন্দির থেকে শিবলিঙ্গটি চুরি হয়। এরপর এ ঘটনায় রাত সাড়ে ৮টার দিকে শিব মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য একটি মামলা করেন।
গ্রেফতার হিন্দু যুবকের নাম প্রশান্ত কর্মকার (৩৩)। তিনি টাঙ্গাইল জেলার সদর থানার বাগিল গল্পের বাজার (দাইন্না চৌধুরী) এলাকার মনোরঞ্জন কর্মকারের ছেলে।
পুলিশ কর্মকর্তা জানান, রোববার সন্ধ্যা ৬টায় খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক রিকশাচালককে শনাক্ত করে। ওই চালক পুলিশকে জানান, শিবলিঙ্গসহ এক ব্যক্তিকে নগরীর কাঁচিঝুলিস্থ টাঙ্গাইল বাসস্ট্যান্ডে পৌঁছে দিয়েছেন। পরে তারা প্রযুক্তির মাধ্যমে চোরকে শনাক্ত করে যে শিবলিঙ্গটি টাঙ্গাইল জেলার সদর থানাধীন দাইন্না চৌধুরী বাগিল এলাকায় রয়েছে। এরপর সেখান থেকে তারা অভিযুক্ত আসামি প্রশান্ত কর্মকারকে গ্রেফতার করে এবং তার থেকে শিবলিঙ্গটি উদ্ধার করে।
তিনি আরো জানান, গ্রেফতার যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
এ সময় প্রেস ব্রিফিংয়ে ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই আনোয়ার ও অসিম উপস্থিত ছিলেন।
Discussion about this post