শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে দুর্ঘটনার শিকার হন রুবেল।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা বরিশাল মহাসড়কে বরিশালগামী একটি হাইয়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে চিত্রনায়ক রুবেলসহ তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল তাদের বহনকারী একটি মাইক্রোবাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
Discussion about this post