বিষয়ঃ আমিরাত ফ্যামেলী ।
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য । যিনি পানি থেকে মানুষ সৃষ্টি করেন এবং বংশগত ও বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেন ।
সূরা আল্ ফুরক্বান ৫৪
সীমাহীন দয়া ও অনুগ্রহ অবতীর্ণ হোক বিশ্বনবী সাঃ, তাঁর পরিবার রাঃ, তাঁর আসহাব রাঃ, তাবেঈন রাঃ সহ সমগ্র মুসলিম জাতির উপর ।
হে মানব সমাজ ! তোমাদের প্রতিপালককে ভয় করো । যিনি তোমাদের সবাইকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেন এবং সে ব্যক্তি থেকেই তাঁর স্ত্রীকে সৃষ্টি করেন । এ দু’জনের মাধ্যমে অসংখ্য অগণিত পুরুষ ও নারী ছড়িয়ে দেন ।
সূরা আন নিসা ১
প্রিয় ভায়েরা ! এভাবেই একটি পরিবার গড়ে উঠে । শিক্ষার প্রথম স্তর । শান্তির ঘর । যা’ একটি শক্তিশালী সমাজ নির্মাণ করে এবং স্থায়িত্বের মূর্ত প্রতীক ।”বলেছেন সংযুক্ত আরব আমিরাতের স্থপতি শায়খ যায়েদ রহঃ ।
পরিবার সৃষ্টি হয় নারী পুরুষের বৈধ বিয়ের মাধ্যমে । বিয়ে করা মানবজাতির ফিতরত এবং নবী রসুলদের আঃ সুন্নাহ । হারাম থেকে বাঁচার হাতিয়ার ।এতদসত্ত্বেও কিছু কিছু তরুণ তরুণীরা বিয়ে করতে অসম্মত থাকে কি করে ? তাঁরা কি প্রিয় রসুল সাঃ’র বাণী শোনেনি ?মহানবী সাঃ বলেন “ হে যুব সমাজ ! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করতে সক্ষম, সে যেনো বিয়ে করে ।”ছহীহুল বোখারি, ছহীহ মুসলিম
খাওয়ানোর ভয়ে বা অসচ্ছলতার দরুণ কি বিয়ে করবেনা ? অথচ আল্লাহপাক বিয়ের কারণে অর্থ সংকট দূর করার অঙ্গীকার করেছেন । তিনি বলেন “ যদি তাঁরা অভাবী হয়, আল্লাহপাক স্বীয় অনুগ্রহে তাঁদেরকে প্রাচুর্যতা দান করবেন । আল্লাহপাক দানকারী ও মহাজ্ঞানী ।”সূরা আন নূর ৩২
বিযের পর সন্তান হবে । যা’ একটি পরিবারের জন্য পরম মানসিক শান্তির বাহন । তাঁদেরকে সুন্দরভাবে লালন পালন করা এবং ইসলামী শিক্ষায় গড়ে তোলা অনেক বড় কথা ।
আল্লাহপাক বলেন “ নিশ্চয়ই যাঁরা ঈমানদার এবং তাঁদের সন্তানেরা তাঁদেরকে অনুসরণ করে, সে সব সন্তানদের সাথে তাঁদেরকে সমবেত করবো ।” সূরা আত তূর ২১
মহানবী সাঃ বলেন “ তোমাদের কাছে যদি এমন কোন বিয়ের প্রস্তাব আসে, যাঁর দ্বীন ও চরিত্র তোমাদের পছন্দ, তাঁদের বিয়ে করো ।” সুনানে তিরমিযি ১০৮৪
মহানবী সাঃ বলেন “ সেই বিয়ে বরকতময়, যে বিয়েতে সহজ ও মোহরানা কম করা হয় ।” মুসনাদে আহমদ ২৪৪৭৮
বিয়ে করার পূর্বে পাত্রীকে দেখার জন্য বলেছেন মহানবী সাঃ । ছহীহ মুসলিম ১৪২৪
আর তাই বিয়ের পূর্বে পাত্রীকে ভালোভাবে দেখবেন । যেনো পরবর্তী সময়ে সমস্যা না হয় । মেডিকেল টেস্ট করাবেন । পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে জেনে নেয়া জরুরী ।
কবি বলেন “ উত্তম জায়গায় কিভাবে পৌঁছবে ? উত্তম ঘর কিভাবে নির্মাণ করবে যদি পাশের লোকটি তা না চায় !”
অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের মন মানসিকতা ও সবকিছু কাছাকাছি হওয়া উচিত । পজিটিভ আর নেগেটিভ হলে সফল হবেনা ।
স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিকতা খুবই জরুরী বিষয় । যে কারো ভুলের জন্য একে অপরকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন ।
মহানবী সাঃ বলেন “ আল্লাহপাক যে পরিবারের প্রতি কল্যাণ চান, তাঁদের মাঝে নম্রতা ঢেলে দেন ।”
মুসনাদে আহমদ ২৪৪২৭
সন্তানদের মধ্যে মহব্বত জাগ্রত করবেন । যেনো তাঁরা ভাই ভাই হয়ে থাকে । তাঁদের কাছ থেকে কষ্ট পেলে সবর করবেন এবং তাঁদের জন্য দোয়া করতে থাকবেন । কবি বলেন “ অনেক সময় উত্তম চরিত্রের ফল লাভ করা যায় পরিপূর্ণভাবে ।”
আল্লাহপাক সাইয়্যিদুনা মুসা আঃকে বললেন “ আমি আপনাকে আপনার ভায়ের সাহায্যে শক্তিশালী করবো ।”
সূরা আল্ ক্বসস ৩৫
বিয়ে সহজ করুন । এতে আল্লাহর রহমত ও বরকত নাজিল হবে ।
ইয়া আল্লাহ ! আমাদের যুব সমাজদের বিয়ের সবকিছু সহজ করে দিন । আমৃত্যু ইসলামের উপর থাকার তওফিক দিন ।
আমাদের মা বাবাদেরকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন । আমিন ।
Discussion about this post