ওমানে স্ত্রী সন্তান রেখেই এক প্রবাসী দেশে পালিয়ে এসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে দেশটিতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন লাকি আক্তার নামে ওই নারী ও তার দেড় বছর বয়সী শিশু সন্তান।
ভুক্তভোগী লাকি জানান, কয়েকদিন আগে কাওকে কিছু না জানিয়েই তাদের রেখেই দেশে ফিরে যান প্রবাসী আব্দুল হান্নান।
খোঁজ নিয়ে জানা গেছে প্রবাসী আব্দুল হান্নানের এটি দ্বিতীয় বিয়ে। দেশে তার প্রথম স্ত্রী এবং আরও ৩ সন্তান আছে।
মনমালিন্য থেকেই তিনি ওমান ছেড়ে চলে এসেছেন এবং সেখানে না যাওয়ার পরিকল্পনা তার। জানতে চাইলে অভিযুক্ত প্রবাসীর প্রথম স্ত্রী প্রবাস টাইমকে বলেন, হান্নানের দ্বিতীয় বিয়ের খবরটি সম্পূর্ণ গোপন ছিলো।
তাদের ঘরের ছেলে-মেয়ের বয়সও অনেক। এই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারেও অশান্তি নেমে এসেছে।
এদিকে ওমানে থাকা দ্বিতীয় স্ত্রী দেশটিতে থাকা খাওয়া নিয়ে ভীষণ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাই দেশে ফেরার জন্য সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন তিনি।
Discussion about this post