মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এই সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দল না মানলে বিল্পবী সরকার গঠনের কথাও বলেন তিনি।সোমবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে সংবিধান প্রশ্ন: মুজিববাদ নাকি জনমুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে সায়েস্তা করতে না পারলে নির্বাচন দিয়ে চলে যান। এই সরকার ছাত্র জনতার রক্তের সরকার। কোনো রাজনৈতিক দলের প্রতি সহানুভূতি দেখানোর প্রয়োজন নেই। কাউকে বেশি পাত্তা দেওয়ার কিছু নেই। আলোচনা শোনেন, কিন্তু ডিসিশন হবে ইউনূস সরকারের।’
তিনি বলেন, ‘সরকারের মাঝামাঝি কোনো ওয়ে নেই। হয় রুল করেন না হয় চলে যান। কোনো রাজনৈতিক দলের ব্ল্যাক মেইল করতে দেওয়া যাবে না।’
মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই বিল্পবে যে অর্জন তা ভোগ করতে সবাই ব্যস্ত। জুলাই বিল্পবে ক্ষতিগ্রস্তদের খবর কারা রাখছে। মিডিয়া কোথায় তাদের রেখেছে। এই অর্জনের তাদের ভুলে যাওয়া চলবে না।’তিনি বলেন, ‘ইউনুস সরকার বিল্পবের স্পিড ঠিক রাখতে পারছে না ঠিকেই, কিন্তু এর মধ্যেও একটা ভালো কাজ সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ। বিএনপি কেন ইউনূস সরকারের সঙ্গে একমত নয়, ছাত্রলীগ নিষিদ্ধ মেনে নিতে সমস্যা কোথায়? বিএনপি ছাত্রলীগ নিষিদ্ধ নিয়ে কীভাবে প্রশ্ন তোলে। বিএনপি বলছে তাদের দলের ছাত্র সংগঠনও এ ধরনের কাজ করলে নিষিদ্ধ হতে পারে। তাদের নিজের দল সম্পর্কে এত ক্ষুদ্র ধারণা হলো কী করে।’
তিনি বলেন, ‘জুলাই বিল্পবকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাচ্ছে দলগুলো, ছাত্রদের রাজনৈতিক ব্যবহার করা চলবে না।
তিনি আরও বলেন, ‘৫ তারিখে সবচেয়ে বড় ভুল, ভুলের জন্য সেনাবাহিনী, ছাত্র, আসিফ নজরুলসহ সবাই দায়ী। সেদিন ঘোষণা করে প্রেসিডেন্ট হওয়া প্রয়োজন ছিল ইউনুসকে।’
Discussion about this post