অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের ঘোষণায় আনন্দ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে খবরটি প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। পরে তারা আনন্দ মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামীকাল হবে মিষ্টি বিতরণ।
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিষ্টি বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে পৌর এলাকার সড়ল বাজারে মিষ্টি বিতরণ করেন তারা।
বুধবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে খবর আসার পর রাত সাড়ে ১০টায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়করা।
ছাত্রলীগ সংগঠনকে নিষিদ্ধ করায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শিক্ষার্থীরা। রাত ১০ টার দিকে হল চত্বর আনন্দ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় শিক্ষার্থীরা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’ ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা সাইজ কর’, ‘ছাত্রলীগের চামড়া, তুলে নেব আমরা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আনন্দ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন আবাসিক শিক্ষার্থীরা।
Discussion about this post