জীবনের পথচলায় প্রেম সবার জীবনেই আসে। কিন্তু ক’জনের প্রেমই বা শেষ পর্যন্ত সফল হয়? সম্পর্ক টিকিয়ে রাখতে আমরা নানা রকম চেষ্টা করি। কখনো সেই চেষ্টা সফল হয়, আবার কিছু ক্ষেত্রে তা ব্যর্থ হয়, এক মুহূর্তে ভেঙে যায় একসঙ্গে দেখা স্বপ্নগুলো। সম্পর্ক ভেঙে গেলে অধিকাংশ মানুষই প্রাক্তনের প্রতি অভিযোগ পোষণ করেন। কিন্তু সব অভিযোগ ভুলে প্রাক্তনকে ক্ষমা করা বুদ্ধিমানের কাজ। আর যদি এখনও তা না করে থাকেন, তবে আজই করে ফেলুন।
কারণ, আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রাক্তনকে ক্ষমা করার দিন। ২০১৮ সাল থেকে এই দিনটির যাত্রা শুরু হয়েছে। প্রতিবছর বিশ্বব্যাপী দিনটি পালিত হয়, যদিও এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্তব্য ও পোস্ট শেয়ার করেন।
প্রেমের সম্পর্ক যেকোনো কারণেই ভাঙুক না কেন, প্রাক্তনদের নিয়ে রাগ, ক্ষোভ ও অভিমান প্রায় সবার মধ্যেই থাকে। এসব আবেগ মনের মধ্যে পুষে না রেখে কষ্টগুলো দূরে সরিয়ে দেওয়া প্রয়োজন। যদিও সহজ নয়, তবুও ক্ষমা করার উদ্দেশ্যেই এই বিশেষ দিবসের প্রচলন।
জানা যায়, ইন্টারনেটের মাধ্যমেই দিবসটির সূচনা হয়। ২০১৮ সালে শুরু হওয়া এই দিবসের নাম ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’।
ক্ষমা একটি মহৎ গুণ। এই গুণের মাধ্যমে বোঝা যায়, আপনি মানুষকে কতটা উপলব্ধি করতে পারেন। আর আপনার ক্ষমা দেখে অন্যরাও উৎসাহিত হবে এবং তারাও তাদের প্রাক্তনকে ক্ষমা করতে শিখবে। এভাবে ক্ষমা করার গুণ ছড়িয়ে পড়লে জীবন আরও সুন্দর হয়ে উঠবে।
Discussion about this post