মালয়েশিয়ায় রাসায়নিক গুদামসহ চারটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। এতে তিনজন বিদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের সবাই পুরুষ ও বাংলাদেশি। ইস্কান্দার পুতেরি শহরের এসআইএলসি শিল্প পার্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সময় আহতরা কোনো মতে বের হতে সক্ষম হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত। আহতদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। কারখানা কর্তৃপক্ষ তাদের দ্রুত সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।
দমকল বাহিনীর অনুমান, কারখানাগুলোতে ক্ষতির পরিমাণ প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ।
এ ছাড়া ইস্কান্দার পুতেরি শহরের পুলিশপ্রধান সহকারী কমিশনার এম কুমারাসান জানান, স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর আসে। তদন্তে জানা গেছে, আগুন লাগা কারখানাগুলোর একটি ছিল রাসায়নিক গুদাম, যেখানে পেইন্ট থিনার সংরক্ষিত ছিল।
ইস্কান্দার পুতেরির এমপি লিউ চিন টং জানিয়েছেন, তার সংসদীয় কার্যালয় থেকে দমকলকর্মীদের খাবার ও পানীয় সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া খবর অনুসারে, অগ্নিনির্বাপণের প্রচেষ্টা তখনো চলছিল।
সূত্র : মালয় মেইল
Discussion about this post