সংযুক্ত আরব আমিরাতে আবুল মনসুর আব্দুল সবুর নামের এক বাংলাদেশি ২০ মিলিয়ন দিরহামের লটারি জিতেছেন। মনসুর আমিরাতের আবু ধাবিতে ডেলিভারি রাইডারের কাজ করেন। মনসুর আমিরাতের আবু ধাবিতে ডেলিভারি রাইডারের কাজ করেন। খবর খালিজ টাইমস।
জানা গেছে, বাংলাদেশি এই প্রবাসী সর্বশেষ লটারির টিকিট কেনেন। পরে ড্রয়ে তার নাম উঠে এবং ২০ মিলিয়ন দিরহাম জিতে নেন। খালিজ টাইমস বলছে, ৫০ বছর বয়সী এই ব্যক্তি ২০০৭ সাল থেকেই র্যাফেল ড্রয়ের টিকিট কিনে এসেছেন।
সর্বশেষ মনসুর ও তার বন্ধুরা পাঁচটি টিকিট কিনেছিলেন। যার মধ্যে একটি বিজয়ী হয়েছে। বছরের পর বছর টিকিট কেনার পর অবশেষে জয়ী হওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন তিনি। লটারি জেতা টাকার দিয়ে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন মনসুর।
Discussion about this post