জেলার দৌলতখান উপজেলায় আজ যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খয়েরহাট বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো মোঃ আনোয়ার হোসেন (৩০), মোঃ সোহেল (২৮) ও মোঃ হাসান (২০)।
এ সময় তাদের কাছে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুইটি কার্তুজ, একটি রামদা, পাঁচটি দা, একটি চাপাতি, পাঁচটি ছুরি ও তিনটি শাবল উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, আটকরা বেশ কিছুদিন ধরে সদর উপজেলার তুলাতুলি ও ইলিশা এলাকার মেঘনা নদী ও তৎসংলগ্ন চরে স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।
ভুক্তভোগী জনসাধারণ কোস্টগার্ডের সহায়তা চাইলে যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। আটকদের জব্দ আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post