যশোরের বহুল আলোচিত সাবেক টিএসআই রফিকুল ইসলাম ও তার স্ত্রী ঝর্না ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অবৈধভাবে সম্পদ অর্জন, তথ্য গোপন ও সহায়তা করার অভিযোগে দুদক যশোর সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন দু’টি মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মো: আল আমিন।
মামলা সূত্রে জানা গেছে, স্ত্রী ঝর্নার বিরুদ্ধে সাত কোটি ২৯ লাখ ৩৮ হাজার ৮৫২ টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একইসাথে তিনি দুদকের কাছে আট কোটি ৬০ লাখ ১৯ হাজার নয় টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
অন্যদিকে, টিএসআই রফিকের বিরুদ্ধে ৭০ হাজার ৫০০ টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একইসাথে তিনি দুদকের কাছে ৩৮ লাখ ২৫ হাজার ৮৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন বলে উল্লেখ করেছে দুদক। রফিকুল ইসলাম বর্তমানে ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন।
মামলা সূত্রে আরো জানা গেছে, টিএসআই রফিক ১৯৮৭ সালের ১০ অক্টোবর পুলিশ বিভাগে কনস্টেবল পদে যোগদান করেন। ১৯৯৪ সালে তিনি পদোন্নতি পেয়ে এটিএসআই, ২০১৬ সালে পদোন্নতি পেয়ে টিএসআই এবং ২০২১ সালের ২৮ জুন ফের পদোন্নতি পেয়ে ট্রাফিক ইন্সপেক্টর হন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শেষে তার কাছে সম্পদ বিবরণীর তথ্য চায় দুদক।
Discussion about this post