খুলনার ফুলতলায় সাংবাদিকের কাছে প্রকাশ্যে চাঁদাবাজির মামলায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম খানের ছেলে ছাত্রলীগ নেতা সাদমান খান সুপ্ত (২৪) ও শোনেন মেহবুব।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুপ্ত ও শোনেন গত ১৭ সেপ্টেম্বর দৈনিক ঢাকা রিপোর্ট পত্রিকার বিশেষ প্রতিনিধি আবু হামজা বাঁধনকে বাড়ি ফেরার পথে গতিরোধ করে চাঁদা দাবি করে। এ বিষয়ে খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের হয়। মামলার ৪৮ ঘণ্টার মধ্যে র্যাব-৬-এর সদস্যরা এজাহারভুক্ত দুই আসামি সাদমান সুপ্ত ও শোনন মেহেবুবকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী সাংবাদিক আবু হামজা বাঁধন বলেন, আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার হলেও তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। র্যাবের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে।
Discussion about this post