কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী সাকিব হাসানের (১৮) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. আরিফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আবুল হাসানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে সাকিব হাসান নিহত হন। সাকিব রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ও নারায়ণগঞ্জ সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এরপর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪০ জনের বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় শ্রমিক দলের নেতা আবু বকর (৫৫)।
গত সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার নয়াপাড়া রোহিঙ্গা শিবির থেকে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেপ্তার করা হয়।
Discussion about this post