ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও ড্রাইভার সেলিমসহ একটি প্রাইভেটকার আটক করেছে স্থানীয় জনতা।
সোমবার ভোরে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় তাদের আটক করা হয়।
একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহাবুবুর রহমান বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। আমার স্যার মোজাম্মেল হোসেন বাবুকে আমি নিয়ে আসার পথে ১০টি মোটরসাইকেল পথ রুদ্ধ করে। পরে আটকে মারধর করে আমাদের কাছে টাকা চায়। আমার মানিব্যাগ চেক করে তিন শ’ টাকা পায়। টাকা নিয়ে ‘ফকিন্নি’ বলে মানিব্যাগটি আমার মুখের ওপর ফেলে দেয়। পরে সবার কাছে চেক করে সবকিছু নিয়ে যায়। কী কী নিয়েছে বলতে পারব না।
এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বলেন, সাধারণ জনগণ তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল ৬টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত চারজন বর্তমানে পুলিশ হেফাজতে আছে।
Discussion about this post