আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বিমানে বাংলাদেশি এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে ফ্লাইটটিকে পাকিস্তানের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে দেয়া হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) দেশটির করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইনের ফ্লাইটটি জরুরি অবতরণ করে। তবে ওই যাত্রীকে বাঁচানো যায়নি। খবর জিও নিউজের।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের (পিএএ) মুখপাত্র বলেছেন, ওই যাত্রীর স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে শারজাহ-ঢাকা ফ্লাইটটিকে মেডিকেল গ্রাউন্ডে জরুরি অবতরণের অনুমতি দেয়া হয়। তবে একজন চিকিৎসক চেকআপের পর ৪২ বছর বয়সী ওই বাংলাদেশি যাত্রীকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ নিয়ে সকাল ৬টার পর ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।
পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির (পিসিএএ) একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি) থেকে অনুমতি নিয়ে জি-৯৫১২ নম্বরের ফ্লাইটির বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি শারজাহ থেকে ঢাকা যাচ্ছিল।
আরও পড়ুন: সীমান্ত হত্যা দুই দেশের ভালো সম্পর্কের পথে অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা
আরও পড়ুন: মেট্রোরেলের নতুন এমডি রউফ
পিসিএএর মুখপাত্র জানিয়েছেন, মেডিকেল ও আইনি আনুষ্ঠানিকতা শেষে লাশটি বিমান সংস্থার কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি সৌদি এয়ারলাইন্সের একটি বিমান ঢাকা থেকে রিয়াদ যাওয়ার পথে একজন যাত্রীর স্বাস্থ্যের অবনতি হলে করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল। ওই যাত্রীও বাংলাদেশি নাগরিক ছিলেন।
Discussion about this post