চট্টগ্রামের হাটহাজারীতে জেঠাতো ভাইয়ের মারধরের হাত থেকে ভাবিকে বাঁচাতে গিয়ে মো. সোহেল (২৮) নামের এক প্রবাসী যুবক প্রাণ হারানোর ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশ দুবাই প্রবাসী সোহেল মারা যান বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হাসান।
এর আগে শুক্রবার বিকালে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুলবুলিপাড়া এলাকার বাছা মিয়া সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
ঘটনায় জড়িত নিহত সোহেলের জেঠাতো ভাই মো. বাহাদুর (৩৫) ও তার ভাইপো মো. আরফান (১৯) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাহাদুর ওই এলাকার মৃত শহর মিয়ার এবং আরফান একই এলাকার আবু তাহেরের পুত্র।
পরিবার সূত্র জানায়, গত ৮-৯ মাস আগে দেশে বেড়াতে এসে সোহেল সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল। বর্তমানে তার স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার বিকালে বাহাদুরের সঙ্গে তার স্ত্রী লিজা আক্তারের ঝগড়া লাগে। এর মধ্যে তার স্ত্রীকে মারধর শুরু করলে তিনি নিহতের ঘরে ঢুকে পড়েন। মারধরের হাত থেকে ভাবিকে বাঁচাতে গেলে সোহেলকে মারধর করতে শুরু বাহাদুর করেন।
মারধরের একপর্যায়ে সোহেলকে বাহাদুর বাসার সিঁড়ির সঙ্গে সজোরে আঘাত করায় মাথা থেঁতলে যায়। এসময় তিনি মারাত্মকভাবে রক্তাক্ত জখম হলে তাকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এর মধ্যে রোববার রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, নিহতের প্রবাসীর পরিবার এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করেছে। এছাড়া উক্ত ঘটনায় জড়িত দুইজনকে পুলিশ গ্রেফতার করে সোমবার সকালে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।
Discussion about this post