কাজের বিনিময়ে অর্থ উপার্জনের জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে জর্ডান গেছেন ৪৮ নারী কর্মী।
সোমবার (২৯ জুলাই) বিমানবন্দরে জর্ডানের উদ্দেশে যাওয়া নারীকর্মীদের বৈধ উপায়ে টাকা পাঠানোর আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান।
তিনি এসব নারীকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা বৈধ উপায়ে দেশে টাকা পাঠাবেন এবং বিদেশে দেশের মান মর্যাদা বৃদ্ধি করবেন। অনেকে অনেক ধরনের প্রলোভন দেখাবে, অবৈধ পথে টাকা পাঠানোর জন্য, কিন্তু অবৈধ পথে টাকা পাঠাবেন না।
বিমানবন্দরে জর্ডানগামী নারীরা জানান, সম্পূর্ণ বিনা খরচে বোয়েসেলের সহযোগিতায় আমরা জর্ডানের যেতে পারছি।
গত ১৪ বছরে বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ লাখ ১৩ হাজার কর্মীর।
Discussion about this post