অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে বাংলাদেশিসহ ৫৬ বিদেশিকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ।
দেশটির ইমিগ্রেশন বিভাগ (জিআইএম) বলছে, ১০ জুলাই বুকিত বিনতাংয়ের আশপাশে পাঁচটি ম্যাসেজ পার্লারে বিদেশিদের আটক করা হয়।
এ বিষয়ে ১৪ জুলাই ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, অভিযানের স্থানটি ছিল একটি দোতলা দোকান এবং শহরের কেন্দ্রস্থলের মাঝখানে থাকাটা বেশ চ্যালেঞ্জের কারণ ছিল- পর্যটক ও যানবাহনের উপস্থিতিতে প্রাঙ্গণের প্রবেশপথটি ছিল জমজমাট।
পাসপোর্ট ছাড়াই পর্যটন হটস্পটে ম্যাসেজ পার্লার পরিষেবার আড়ালে লুকিয়ে অনৈতিক কার্যকলাপ চলে আসছিল বলে বিদেশি নাগরিকদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের পর পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতর থেকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের একটি দলের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
রুাসলিন বলেন, অভিযানে ২০ জন পুরুষ এবং ৪১ জন বিদেশি নারী এবং ৩০ জন স্থানীয় নাগরিকসহ মোট ৯১ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও সুদানের নাগরিকসহ ২০ থেকে ৫০ বছর বয়সি ৫৬ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছেন তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
এছাড়াও দুজন স্থানীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে; যারা তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন।
Discussion about this post