নরসিংদীতে চট্টগ্রামগামী সূর্বণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছে। তারা হলেন, সাবিনা বেগম (২৫) ও দেড় বছরের শিশু মাইনুনা। আহত সিনহা (৫) নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১৩ জুলাই) বিকাল ৬টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা বেগম সদর উপজেলার ইটাখোলা গ্রামের মুনি সেফারপর চর এলাকার জয়নাল আবেদিনের স্ত্রী। নিহত ও আহতরা তাদের সন্তান।
প্রত্যক্ষদর্মীরা জানান, বিকালে ইটাখোলা থেকে দুই মেয়েকে নিয়ে সাবিনা বেগম নরসিংদীতে ডাক্তার দেখাতে আসেন। সূর্বণা এক্সপ্রেস নরসিংদী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ঢুকছিল। তখন ছোট মেয়ে মাইনুনা মার হাত ছেড়ে ট্রেনে দিকে দৌড়ে আসে৷ তাকে বাঁচাতে সাবিনা বেগম ও সিনহা দৌড়ে আসায় তিনজনই ট্রেনের নিচে পড়ে যায়।
হতাহতের বিষয়টা নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শহিদুল্লাহ।
Discussion about this post