কিশোরগঞ্জের কটিয়াদীতে পরিত্যক্ত ভুট্টাখেত থেকে স্মৃতি আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সকালে কটিয়াদী পৌরসভার হালুয়াপাড়া এলাকার পরিত্যক্ত ভুট্টাখেত থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, ২০২০ সালে কটিয়াদী উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার সঙ্গে কটিয়াদী পৌরসভার হালুয়াপাড়া ৮ নং ওয়ার্ডের মানিক মিয়ার মেয়ে স্মৃতি আক্তারের বিয়ে হয়। সাত মাস আগে কাতার থেকে এসে স্ত্রীকে আবার শ্বশুরবাড়িতে রেখে কাতারে চলে যান আমিন। এ দম্পতির কোনো সন্তান নেই। স্মৃতি বাবার বাড়িতেই থাকতেন। শুক্রবার সকালে তার গলাকাটা মরদেহ হালুয়াপাড়া এলাকার পরিত্যক্ত ভুট্টাখেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post