গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে স্মৃতি আক্তারকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবা সারফুদ্দিনের বিরুদ্ধে। নিহতের স্বামী একজন দুবাই প্রবাসী।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় দিকে কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্মৃতি আক্তার ধরপাড়া গ্রামের সারফুদ্দিনের মেয়ে। স্মৃতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কালীগঞ্জের ডুবুদিয়ায় তার শ্বশুরবাড়ি।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আতিকুল ইসলাম।
জানা গেছে, নিহতের বাবা সারফুদ্দিন চার বিয়ে করেছেন। স্মৃতি আক্তার তার প্রথম সংসারের মেয়ে। সকালে মাকে নিয়ে চাচা রেফাজ উদ্দিনের বাড়ির পাশের গাছ থেকে কাঁঠাল কাটতে যান স্মৃতি। এ সময় স্মৃতি ও তার মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় সারফুদ্দিনের। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েকে কুপিয়ে হত্যা করেন বাবা।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে বাবা তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকে বাবা পলাতক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Discussion about this post