কলকাতায় সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে দাউদ হোসেন উপল (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) প্রগতি ময়দান থানা এলাকার বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়। খবর আনন্দবাজার।
পুলিশ সূত্রে জানা গেছে, দাউদ ঢাকার বাসিন্দা। কিছু দিন আগে তিনি কলকাতায় আসেন। উঠেছিলেন নিউমার্কেট থানা এলাকার একটি হোটেলে। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গেছেন, তা এখনও স্পষ্ট নয়। কেন ওই যুবক বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন, তাও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টার আগে আচমকা ওই জলাশয়ে ঝাঁপ দেন যুবক। স্থানীয়রা সেই দৃশ্য দেখতে পান এবং পুলিশকে জানান।
পরে স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে যুবককে উদ্ধার করে এবং তাকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার কাছ থেকে পাওয়া নথি থেকেই পুলিশ জানতে পেরেছে পরিচয়।
Discussion about this post